সময় সংবাদ বিডি,বগুড়া :
বগুড়ার তেলিপুকুর এলাকায় পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোম হামলায় ইমরান হোসেন (২৫) নামে ট্রাকহেলপার নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালকসহ আরো দু’জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ইমরান হোসেনের (২৫) গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।
ওসি আরো জানান, জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পানবোঝাই একটি ট্রাকটি পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে ট্রাকহেলপার ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকচালক ও এক পান ব্যবসায়ী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের পরিচয় জানা যায়নি।
আহত ট্রাকচালক পলাশ হোসেনের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এবং পান ব্যবসায়ী মামুনুর রশীদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়।
ট্রাকটি রংপুর থেকে ছেড়ে ঢাকায় আসছিল বলেও জানান ওসি।