স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বগুড়ায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ বিরোধী পুলিশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
রোববার দুপুরে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সুবাহান (৩৮), বগুড়া শহর যুবদলের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩০) ও শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে।
গাজিউর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে ভাংচুর, নাশকতা ও অগ্নিসংযোগ মামলার ৯ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান গাজিউর রহমান।