সময় সংবাদ বিডি,বগুড়া:
বগুড়া জেলা সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুইটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলা এরুলিয়া এলাকায় নওগাঁগামী একটি মাছ বহনকারী পিকআপ এবং বগুড়াগামী একটি খালি ট্রাক গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাক দুটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ট্রাক দু’টিতে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।