সময় সংবাদ বিডি,বগুড়া:
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে ৭২ ঘন্টা হরতালের ২য় দিন রাতে বগুড়ায় একটি কয়লাবোঝাই ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক আব্দুল কাদের (৩৮) ও হেলপার লিটন কাজী (২৬) দগ্ধ হয়েছেন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সোয়া ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাহজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পেট্রোলবোমায় চালক আব্দুল কাদেরের মুখ এবং হেলপার লিটন কাজীর পা ও পিঠের কিছু অংশ পুড়ে গেছে। তাদের দু’জনের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়।
শাহাজাহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দিনাজপুরের ফুলবাড়ী থেকে কয়লাবোঝাই ট্রাক পাবনার সাঁথিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে শাহজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে চালক ও হেলপার দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।