স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত থেকে প্রায় দুইশ গজ দূরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের উত্তরের সড়কে ৩ টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে হাতবোমাগুলো ফাটানো হয়।
চকবাজার থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
উল্লেখ্য, বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত এই অস্থায়ী এজলাসে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে।