স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ খুলনা নগরীর বয়রায় বইমেলার গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় সেখানে দায়িত্বরত দুই পুলিশ সদস্য আহত হয়েছে।এরা হলেন-কনস্টেবল শিমুল ও নায়েক দিলীপ।
বর্তমানে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর বয়রার পাবলিক লাইব্রেরির সামনে মাসব্যাপী আয়োজিত বইমেলার গেটের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে সময় সংবাদ বিডিকে বলেন, এ ঘটনার পর মেলার আশেপাশে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এবং নাশকতাকারীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।