বাড়িপ্রধান খবরফের ৪ দিনের রিমান্ডে রিজভী

ফের ৪ দিনের রিমান্ডে রিজভী

rizvi-in-court

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে মোহাম্মদপুর থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায়  ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তদন্ত কর্মকর্তার চাওয়া ৭ দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন।

এই নিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে টানা ২৬ দিন রিমান্ডে রয়েছেন রিজভী আহমেদ।

বাড্ডা থানার একটি মামলায় ৩ দিন, যাত্রাবাড়ী থানার গাড়িতে অগ্নিসংযোগের মামলায় ৩১ জন দগ্ধ ও একজন নিহত হওয়ায় মামলায় ৫ দিন, যাত্রবাড়ী থানার অন্য একটি মামলায় ৫ দিন এবং একই থানার বাসে পেট্রোলবোমা হামলার আরেকটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন চেয়ে বিএনপি জোটের অবরোধ শুরুর পর ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img