স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চলচ্চিত্র প্রযোজক ও নায়ক হেলাল খানকে গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার মামলায় আবারো দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানায় দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ,গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার মামলায় ১৬ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়। ১৭ ফেব্রুয়ারি তাকে দুইদিনের রিমান্ড দেন আদালত।