স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে ৩ দিনের হরতাল ডেকেছে জেলা বিএনপি।
ফেনী জেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারকে গ্রেফতার ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। এই হরতাল আগামী রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত ফেনীতে বলবত থাকবে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারকে গাড়িতে বোমা হামলার মামলায় জামিন কারাগারে পাঠানো হয়।