বাড়িচট্টগ্রামফেনীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ : দগ্ধ ১১, আহত ২৫

ফেনীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ : দগ্ধ ১১, আহত ২৫

ফেনী

সময় সংবাদ বিডি,ফেনী :-

ফেনী জেলার দাগনভূঞায় উপজেলার  ফেনী-নোয়াখালী সড়কের আমিরগাঁও এলাকায় একটি যাত্রীবাহী  বাসে পেট্রলবোমা  নিক্ষেপ  করে দুর্বৃত্তরা। এতে বাসের ১১ জন যাত্রী দগ্ধ হয়েছেন।।এসময় আহত হয়েছে আরো ২৫ জন।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- মিলন, খোকন, বেলাল, মামুন, হোসাইন, মানিক, সোবহান, সবুজ, মাকসুদ, খোকন, সেমনা খাতুন প্রমুখ। এদের মধ্যে খোকন, সবুজ ও ছেমনা খাতুনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ফেনী থেকে  নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাগনভূঁঞার আমিরগাঁও নামকস্থানে পৌঁছালে  মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই যুবক বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা  নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বাসের ৯ যাত্রী দগ্ধ হয়।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে রাখাল চন্দ্র নাথ নামের একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আটজনকে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা জানান, এ ঘটনায় আগুনে দগ্ধ আটজনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়েজ আহম্মদ জানান, রাখাল চন্দ্রের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, তিনি ককটেল নিক্ষেপের কথা শুনেছেন। বাসটি থানায় রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img