বাড়িআন্তর্জাতিকফিলিস্তিনে নতুন নির্মিত ৪০০ বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ

ফিলিস্তিনে নতুন নির্মিত ৪০০ বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ

93e15d0fbb4f73b7dc2f6eccab37d3b4_XL

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন নির্মিত ৪০০ বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছে।

এসব ঘর-বাড়ি তৈরির জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রায় এক কোটি ইউরোর যোগান দিয়েছিল বলে বৃহস্পতিবার ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে খবর প্রকাশের পর নেতানিয়াহু  প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুনকে এ নির্দেশ দেন।

ইসরাইলি কর্মকর্তারা বলছেন, এসব ঘর-বাড়ি নির্মাণের আগে ইউরোপীয় ইউনিয়নের উচিত ছিল তেল আবিবের কাছ থেকে অনুমতি নেয়া।

বৃহস্পতিবার পশ্চিম তীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাদি উসমান জানিয়েছিলেন, ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে ইইউ এসব ঘর-বাড়ি নির্মাণের অর্থ যোগান দিয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের সেখানে বসবাসের যেমন অধিকার রয়েছে তেমনি সেখানে স্কুল তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের অধিকারও রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img