সময় সংবাদ বিডি,ফরিদপুর :
ফরিদপুর শহরে ২৫ টি পেট্রল বোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দিবাগত গভীর রাতে শহরের ২ নং হাবেলী গোপালপুল এলাকা থেকে সুমন শেখকে আটক করা হয়।
রোববার সকালে র্যাব-৮ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চলমান হরতাল ও অবরোধ কর্মসূচির সহিংসতাকারী হিসেবে দেশে নাশকতা সৃষ্টির জন্য সুমন শেখ নিজ বাড়িতে পেট্রল বোমার মজুদ গড়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়।
এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের ব্যাগে রক্ষিত মোট ২৫টি পেট্রল বোমা উদ্ধার করা হয়।