বাড়িঅপরাধ ও দুর্নীতিফরিদপুরে ২৫ টি পেট্রল বোমাসহ আটক এক

ফরিদপুরে ২৫ টি পেট্রল বোমাসহ আটক এক

ফরিদপুর

সময় সংবাদ বিডি,ফরিদপুর :

ফরিদপুর শহরে ২৫ টি  পেট্রল বোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার দিবাগত গভীর রাতে শহরের ২ নং হাবেলী গোপালপুল এলাকা থেকে সুমন শেখকে আটক করা হয়।

রোববার সকালে র‌্যাব-৮ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, চলমান হরতাল ও অবরোধ কর্মসূচির সহিংসতাকারী হিসেবে দেশে নাশকতা সৃষ্টির জন্য সুমন শেখ নিজ বাড়িতে পেট্রল বোমার মজুদ গড়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়।

এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের ব্যাগে রক্ষিত মোট ২৫টি পেট্রল বোমা উদ্ধার করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img