স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আবার পয়েন্ট হারাল বায়ার্ন মিউনিখ। শালকের বিপক্ষে মঙ্গলবার জার্মান বুন্দেসলিগার ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় আরিয়েন রোবেনের গোলে প্রথমে ৭৫ হাজার দর্শকের সামনে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখই। আর খেলার ৬৭ মিনিটের সময়কার গোলে জয়ের চিত্রলিপিও আঁকছিল তারা।
কিন্তু লিড পাঁচ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাভারিয়ানরা। বেনেডিকট হাওয়েডসের গোলে সমতায় ফেরে শালকে। আর ১-১ স্কোরলাইনেই মাঠ ছাড়ে। অবশ্য জেরোম বোয়েটাংয়ের লালকার্ডে এদিন অর্ধেক ঘণ্টার মতো সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে বুন্দেস লিগা চ্যাম্পিয়নকে।
অবশ্য টানা দুই ম্যাচে । ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গের সংগ্রহ ৩৮ পয়েন্ট। ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নাম্বারে বরুশিয়া মনচেনগ্লেডব্যাচ। ৩১ পয়েন্টে তালিকার চার নম্বরে শালকে। বরুশিয়া ডর্টমুন্ড লিগ টেবিলের সবার নিচে।
অন্যদিকে একই দিনে এফএ কাপের ম্যাচে কক্ষপথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যামব্রিজ ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিররা।