স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দৌলতদিয়া-পাটুরিয়া রুটে প্রতিনিয়ত যানবাহনগুলোকে ফেরির অপেক্ষায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আর সেখানে এখন পাল্টে গেছে পুরো চিত্র। যানবাহনের অপেক্ষায় অলস সময় কাটাচ্ছে ফেরিগুলো। স্বাভাবিক সময়ে এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৪ হাজার যানবাহন পারাপার হয়। কিন্তু টানা অবরোধের কারণে প্রায় অর্ধেকে নেমে এসেছে যান পারাপার।
দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে প্রায় ৬ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতাল ও বর্তমান রাজনৈতিক সহিসংতা এই ক্ষতির মুল কারণ বলে জানায় বিআইডব্লিউটিসি।
এদিকে যানবাহন কমে যাওয়ায় উভয় পারের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন কাটাচ্ছে তারা।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, অনির্দিষ্টকালের অবরোধ ও প্রতি সপ্তাহে হরতালের প্রভাবে এই রুট দিয়ে প্রতিদিন গড়ে দেড় হাজার যানবাহন কম পারাপার হচ্ছে। এতে করে প্রতিদিন দৌলতদিয়া ঘাটে গড়ে সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা ও পাটুরিয়া ঘাটে ১০ থেকে ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। এতে করে গড়ে এ পর্যন্ত প্রায় ৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।