বাড়িরাজনীতিপ্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন তালুকদার খালেক ও খায়রুজ্জামান লিটন

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন তালুকদার খালেক ও খায়রুজ্জামান লিটন

সময় সংবাদ BD ঢাকা || রাজনীতি ।  প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)।

তাদের প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

তাদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img