স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর কাওরানবাজারে পেট্রোবাংলার সামনে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ দুপুর ১টার দিকে পেট্রোবাংলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের (ওসি) কন্ট্রোল এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, স্টাফদের নেয়ার জন্য দুপুরে পেট্রোবাংলা ভবনের সামনে বাসটি দাঁড় করানো ছিলো। এসময় কয়েক জন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।