বাড়িজাতীয়পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

petrol-boma
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ  মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়  নরসিংদীতে পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক জাহিদ মিয়া (৫০) মারা গেছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, ১২ ফেব্রুয়ারি ঘোড়াশাল ফ্যাক্টরি থেকে প্রাণ কোম্পানির পণ্যবাহী একটি ট্রাক নরসিংদীর পাঁচদোনায় যাওয়ার পথে ভাটপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে মারে।
এতে চাঁদপুরের আলিমপাড়ার ওয়াসিম আহমেদের ছেলে ট্রাকচালক জাহিদ মিয়া (৫০), হেলপার চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার সেলিম মিয়া (৪০) ও মৌলভীবাজারের আলফু মিয়ার ছেলে প্রাণ কোম্পানির নিরাপত্তা কর্মী জুয়েল মিয়া (৩০) দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img