বাড়িশিক্ষাঙ্গনপেছাতে পারে বুধবারের এসএসসি পরীক্ষা

পেছাতে পারে বুধবারের এসএসসি পরীক্ষা

ssc27

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ২০ দলীয় জোট এর ডাকা হরতালের বৃদ্ধি করার কারণে ৪ ফেব্রুয়ারির এসএসসির ছয়টি পরীক্ষা হবে কি না- সে সিদ্ধান্ত জানানো হবে আজ বিকাল চারটায়।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন এ তথ্য জানান।

অবরোধের মধ্যে ডাকা ১ ফেব্রুয়ারি থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর‌্যন্ত বৃদ্ধি করেছে বিএনপি জোট। হরতাল আহবানের পর কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এর আগে হরতালের কারণে ২ ফেব্রুয়ারির ছয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি নেওয়া হয়। ২ ফেব্রুয়ারি থেকেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, হরতালে পরীক্ষা পেছানো হতে পারে। এর আগেও সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী হরতালে পরীক্ষা না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img