আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন র্যাব মাহপরিচালক।
আজ বুধবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
র্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, ‘যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়ে সাতজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘পেট্রোল বোমা দিয়ে শান্তিপ্রিয় মানুষগুলোকে হত্যা করে কী লাভ হয়েছে? এই হত্যাকাণ্ড লজ্জার বিষয়।’
উল্লেখ্য, গত সোমবার রাতে সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকা অভীমুখী আইকন পরিবহেরন বাসে দৃর্বত্তদের দেওয়া পেট্রোল বোমায় ঘটনাস্থলে সাতজন নিহত ও অগ্নিদগ্ধ ১৬ জনের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর দগ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে শরীফুল ইসলামের ২৮ ভাগ, হানিফের ৭ ভাগ, রাশেদুলের ৮০ ভাগ, জিলকদের ২০ ভাগ, আরিফ সিকদারের ১০ ভাগ শরীর পুড়ে গেছে।