বাড়িজাতীয়পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ আহত ৬

পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ আহত ৬

songarso

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দিনাজপুরের চিরিরবন্দরে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে মো. রেজওয়ান (২৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের তুলসিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে রেজওয়ানের ছোট ভাই মো. হায়দার আলী (১৮) ও মা মোছা. আম্বিয়া বেগম গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন এএসআই মো. মোস্তাফিজুর রহমান (৩৬), কনেস্টেবল মো. হাবিবুল্লাহ (৩৪), মো. রবিউল ইসলাম (৩৫), মো. জাহাঙ্গীর আলম (২৮)।

নিহত রেজওয়ান চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলসিপুর গ্রামের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ. হবিবর রহমানের ছেলে।

পুনট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে নাশকতা বিরোধী অভিযান চালানোর জন্য পুলিশ তুলসিপুর গ্রামে আসে। এ সময় পূর্বের একটি মামলায় মো. হবিবর রহমানকে আটক করলে পরিবারের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে রেজওয়ান ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ হন রেজওয়ানের ভাই হায়দার ও মা আম্বিয়া।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান  জানান, অভিযানের সময় আসামিপক্ষের লোকজন চার পুলিশকে কুপিয়ে জখম করেছে। আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি চালিয়েছে। এতে এক জন নিহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img