আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লা জেলার নাঙ্গলকোটে পুলিশের গুলিতে জামায়াতের দুই কর্মী আহত হয়েছে। পুলিশের গাড়ি লক্ষ্য করে জামায়াতের কর্মীরা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি ছোড়ে। এতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধরা হলেন, উপজেলার বাম গ্রামের আবদুল হালিমের ছেলে বেলায়েত হোসেন (৪৫) ও একই গ্রামের আব্দুল হাদির ছেলে বিল্লাল হোসেন (২৮)।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পুলিশের গাড়ি লক্ষ্য করে জামায়াতের কর্মীরা ককটেল নিক্ষেপ করলে তারা গুলি ছোড়ে। এতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
নাঙ্গলকোট থানার অফিসার (তদন্ত) শেখ সালাহ উদ্দিন আহমেদ সময় সংবাদ বিডিকে বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের টহল দল উপজেলার লুদুয়া গ্রামে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ওসি নজরুল ইসলামসহ তিন পুলিশ ও জামায়াতের দুই কর্মী আহত হন। এ সময় তাদের কাছ থেকে পুলিশ একটি পেট্রলবোমা ও ১২টি ককটেল উদ্ধার করে।