স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজার ইউনূস টাওয়ারের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা করে পালানোর সময় দুই দুর্বৃত্ত জনরোষের শিকার হয়েছেন।
তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান সময় সংবাদ বিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ককটেল হামলার ঘটনায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।