স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী ডাকা ১ মার্চ রোববার সকাল ৬টা থেকে ৪ মার্চ বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতালে আবারো পিছাতে পারে এসএসসি পরীক্ষা।
হরতালে রোববার (০১ মার্চ) ও মঙ্গলবার (০৩ মার্চ) অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা দু’টির বিষয়ে আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।