স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ছাড়াও ঢোকা যাবে ফেসবুকে বলে আভাসই দিয়েছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক স্মার্টফোন এবং কম্পিউটারের বাইরে তাদের আরও বিস্তৃতির জন্য ওয়্যারেবল ডিভাইস বা পরিধেয় কম্পিউটার এবং ইন্টারনেট কানেক্টেড অ্যাপ্লায়েন্স অর্জন করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য ইন্টার অব থিংসের সঙ্গে ফেসবুক একটি চুক্তি করে। তবে ফেসবুকের প্রতিনিধি তাদের এই চুক্তির ব্যাপারে এবং প্রযুক্তি ব্যবহারের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
ফেসবুক ১৩০ কোটি ব্যবহারকারী নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। গত মার্চে ফেসবুক হেডসেট প্রস্তুতকারক অকুলাস ভিআরকে ২০০ কোটি ডলারে কিনে নেয়।
খবর ওয়াল স্ট্রিট জার্নালের।