স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ চলাকালে আজ সকালে পাবনায় দু’টি ট্রাক ভাঙচুর ও একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে জামায়াত কর্মীরা।
এদিকে, নাশকতার আশঙ্কায় পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪৩ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে জামায়াত-শিবির কর্মীরা দু’টি ট্রাক ভাঙচুর করে। এছাড়া পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাতমাইল এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে, নাশকতার আশঙ্কায় জেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ।
পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।