স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আজ দুপুরে পাবনার আতাইকুলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জামসহ অপর এক যুবককে আটক করেছে।
নিহত যুবক পুষ্পপাড়া ধর্মগ্রামের মালো প্রামাণিক ওরফে মানিকের ছেলে।
পাবনার আতাইকুলা থানার এসআই মনির হোসেন জানান, শুক্রবার দুপুরে পুষ্পপাড়া এলাকায় অ্যাডভোকেট গোরার মৎস খামারে বোমা তৈরির সময় বোমাটি বিস্ফোরণ ঘটে।
আশেপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মন্ডলকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।
বোমা তৈরির সরঞ্জামসহ গুরুতর আহত অবস্থায় মঙ্গল মন্ডলকে উদ্ধার করে। এ সময় পুলিশ তার সহযোগী রাশিদুল ইসলামকে আটক করে।
এসআই মনির জানান, আশংকাজনক অবস্থায় মন্ডলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মন্ডল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানান এসআই মনির।
আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সময় সংবাদ বিডিকে বলেন, আহতরা চরমপন্থি দলের সদস্য। নাশকতার উদ্দেশ্যে বোমা বানানোর সময় এ ঘটনা ঘটেছে।