স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে চারটা থেকে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে আটটা থেকে পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারে ছয়টি রো রো (বড়), ছয়টি ইউটিলিটি (মাঝারি), দু’টি কে-টাইপ (ছোট) ফেরি নিয়োজিত রয়েছে।