বাড়িক্রিকেটপাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে ভারতের বিশাল জয়

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে ভারতের বিশাল জয়

indiawalk

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ পাকিস্তানকে ৭৬ রানের বিশাল ব্যাবধানে হারাল ভারত। এই জয়ে বিশ্বকাপে আবারো পাকিস্তানের কাছে অপরাজিত থাকল ভারত।

ভারতের বেঁধে দেওয়া ৩০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে হারিস সোহেল সাজঘরে ফেরার পরপরই ফিরে গেছেন ওপেনার আহমেদ শেহজাদ, মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ও উমর আকমল।

ধারাবাহিক উইকেট পতনের ফলে ৪৭ ওভারে ২২৪ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিসবাহ সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া আহমেদ সেজাদ করেন ৪৭ রান। ভারতের হয়ে মোহাম্মাদ সামি নেন ৪ টি উইকেট।

এর আগে রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ময়দানে শুরু হয় ভারত-পাকিস্তানের এ ক্রিকেটীয় মহাযুদ্ধ। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন দলের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা। শেষ দিকে কয়েকটি উইকেট খুইয়ে ফেললেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রান সংগ্রহ করেন তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন বিরাট কোহলি। ভারতের নতুন এ লিটল মাস্টার প্রথম কোনো ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এছাড়া, ঝড়ো ইনিংস খেলে ৭৪ রান করেন রায়না এবং ৭৬ রান করেন ধাওয়ান।

পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন পেসার সোহেল খান। তার এ শিকার এবারের বিশ্বকাপের সর্বোচ্চও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img