স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিশ্বকাপের ১১তম নিজেদের প্রথম খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩০১ রানের টার্গেট দিয়েছে ভারত।
প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ধোনিবাহিনী। শুরু থেকে দেখেশুনে ব্যাট করে ভারতীয় দুই অপেনার। সাথে মিডিলওডারে বিরাট কোহলির ১০৭রান ও রায়নার ৭৪ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রান করে ভারত।
পাকিস্তানের হয়ে সোহেল খান ১০ ওভার বল করে ৫৫ রানের বিনিময়ে নেন ৫ উইকেট।
এদিকে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ভারতীয় কোন ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। অ্যাডিলেডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১১৯ বলে সেঞ্চুরি করেন কোহলি। তার ইনিংসে ছিল সাতটি চার মার। ইনিংসের ৪৩ তম ওভারের প্রথম বলে শহীদ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরির দেখা পান কোহলি।
বছরের শুরুটা কোহলির খারাপ হলেও বড় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান। এর আগের ইনিংসগুলোতে কোহলির স্কোর ছিল ৯, ৪, ৩, ৮, ১৮, ৫।
১৯৯২ সাল থেকে এই পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ভারত পাকিস্তানের দেখা হয়েছে ছয়বার। তবে বিরাট কোহলির সেঞ্চুরির আগে এই হাই ভোল্টেজ লড়াইয়ে সেঞ্চুরি করেছিলেন একমাত্র পাকিস্তানের ওপেনার সাঈদ আনোয়ার।
২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়ানে বাঁহাতি স্টাইলিশ ওপেনার সাঈদ আনোয়ার খেলেছিলেন ১০১ রানের ইনিংস। ঐ ম্যাচেই মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকরের ব্যাটে ভর করে জয় পায় ভারত। কিন্তু দুর্ভাগ্য ৯৮ রান করে আউট হয়ে প্যাভিলয়নে ফিরতে হয়েছিল শচীনকে। শোয়েবের আখতারের বলে ইউনিস খানের হাতে ক্যাচ দিয়েছিলেন এই ব্যাটিং লিজেন্ড।