স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় এ রিমান্ড মঞ্জুর করে আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন ।
ঢাকার সিএমএম আদালতে বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে তাকে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার এসআই মো. জাহিদুল ইসলাম যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে ২৯ জনকে দগ্ধ করার মামলায় তাকে দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
উল্লেখ্য, বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন রিজভী।