বাড়িছবির খবরপহেলা বৈশাখে নির্মাতা চাষীর শেষ ছবি

পহেলা বৈশাখে নির্মাতা চাষীর শেষ ছবি

chashi-nozrul-islam

বিনোদন ডেস্ক, সময় সংবাদ বিডি:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা চাষী নজরুল ইসলাম গত ১১ জানুয়ারি ৭৩ বছর বয়সে মারা যান। আগামী পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে এই গুণী নির্মাতার শেষ ছবি ‘অন্তরঙ্গ’।

২০১৩ সালের শেষ দিকে মহরতের মাধ্যমে শুরু হয় ছবিটির কাজ।

কিন্তু গেল বছর হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন চাষী নজরুল ইসলাম। কয়েক দফা শুটিং পিছিয়ে ছবির কাজ শেষ হয়। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগেই তিনি গত হন। তবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, আসন্ন পহেলা বৈশাখে ‘অন্তরঙ্গ’ ছবিটি মুক্তি দেয়া হবে। কার্নিভাল মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন ও আলিশা প্রধান। ছবির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img