বাড়িUncategorizedপরীমনির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

পরীমনির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

সময় সংবাদ বিডি ঢাকা | বিনোদন ডেস্ক ™ চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আদাল।

সোমবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামলাটি আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে হাজিরা দেন এবং আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশ বিষয়ে সার্টিফায়েড কপি না পাওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পেছনোর জন্য আবেদন করেন তিনি।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন আগামী ২৮ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর
১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতার করা হয় পরীমণিরকে পরে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। পরে ৩১ আগস্ট জামিন পান পরীমনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img