বাড়িজাতীয়পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না: প্রধানমন্ত্রী

পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না: প্রধানমন্ত্রী

009_117081

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ এসএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার গণভবনে দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।

আইএসের সঙ্গে বিএনপি-জামাতের নাশকতার কোনো পার্থক্য নেই— উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় যে পদক্ষেপ নেয়া দরকার তাই নেয়া হবে। এক্ষেত্রে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততাহীন আন্দোলনের নামে বিএনপি নেত্রী বাংলাদেশকে ধ্বংস করতে নেমেছেন। জামাতকে সঙ্গে নিয়ে দেশের জনগণকে পুড়িয়ে খালেদা জিয়া তার জিঘাংসা চরিতার্থ করছে।

প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন কিসের আশায় খালেদা জিয়া এমন বীভৎস ঘটনা ঘটাচ্ছেন?

শেখ হাসিনা এসএসসি পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ১৫ লাখ পরীক্ষার্থীর জীবনের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল না দেয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘যদি আপনার প্রয়োজন হয়, তাহলে এসএসসি পরীক্ষার পরে হরতাল আহবান করেন।’

খালেদা জিয়াকে ফোন করা ও কোকোর মৃত্যুর পর দরজা থেকে ফিরে আসার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, যারা সংলাপের কথা বলে, তাদের ক্ষেত্রে এমন হলে তারা কী করত? বিএনপি-জামাত আর আইএস এর মধ্যে কোনো পার্থক্য নেই।

 

খবর বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img