বাড়িজাতীয়পরিস্থিতির কারণেই এনকাউন্টার হচ্ছে:ডিএমপি কমিশনার

পরিস্থিতির কারণেই এনকাউন্টার হচ্ছে:ডিএমপি কমিশনার

news_img

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এনকাউন্টারের ঘটনা ইচ্ছাকৃত নয় পরিবেশ পরিস্থিতির কারণে এমনটা হচ্ছে।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে নাশকতাকারীদের ধরিয়ে দেয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে গত ৭ ও ৯ ফেব্রুয়ারি ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় নাশকতাকারীদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করায় একজন রিক্সা চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীসহ ৪জনকে অর্থ পুরস্কার দেয়া হয়।

এ সময় আছাদুজ্জামান মিয়া বলেন, আত্মরক্ষা করা প্রত্যেক নাগরিকের সাংবাধানিক অধিকার। সংবিধানের ৯৬ ও ১০৭ ধারা অনুযায়ী, কারো ওপর হামলা হলে তার আত্মরক্ষার অধিকার আছে।

ডিএমপি কমিশনার বলেন,  গত ৫ জানুায়ারি থেকে নাশকতার মাধ্যমে একটি ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমরা নাশকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছি। আর নগরবাসির সহযোগিতায় নাশকতাকারীদের প্রতিরোধ করা হচ্ছে। গত ৫ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত নগরীতে ১১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আর ১৬৮টি যানবাহন ভাংচুর করেছে অবরোধকারীরা। এই সময়ে ৪৪জন পুলিশ সদস্য ও ২ জন আনসার সদস্য আহত হয়েছেন। আর ৩জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এছাড়া, ১৮৬জনকে ককটেল ও পেট্রলবোমাসহ হাতে নাতে আটক করা হয়েছে। এর মধ্যে ৮৪জন জামায়াত শিবিরের নেতা কর্মী। আর ১০২জন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মী রয়েছে। অবরোধ ও হরতাল চলাকালীন সময়ে মোট ১ হাজার ১০জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ৩০জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি। – See more at: http://www.sheershanews.com/2015/02/11/68489#sthash.OzmzmqZo.dpuf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img