স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩০ রানের বিশাল জয় পেয়েছে ভারত। এ জয়ের ফলে ভারত- দক্ষিণ আফ্রিকা মুখোমুখি লড়াইয়ের সব পরিসংখ্যান পাল্টে গেল। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে না হারাতে পারার জ্বালাটা অবশেষে মিটল ভারতের।
রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং নামে ভারত। কোন রান না করে রোহিত শর্মা সাজঘরে ফিরলেও ধাওয়ানের ১৩৭ ও অজিঙ্কা রাহানের ৭৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৩০৭ রানের বিশাল পুঁজি দাঁড় করায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
৩০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে বেশ সর্তক ভাবেই ব্যাট চালাচ্ছিল প্রোটিয়ারা। ইনিংসের চতুর্থ ওভারে ডি কককে ফেরান মোহাম্মদ সামি। এগারতম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪০ রানে ফেরেন আমলা।
নিয়মিত উইকেট হারাতে থাকা দক্ষিণ আফ্রিকা ৪০.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৭ রানে অলআউট হয়।
দলের হয়ে সর্বচ্চো ৫৫ রান করেন ডুপ্লেসিস।
ভারতের হয়ে আশ্বিন নেন ৩ টি উইকেট। এছাড়া মোহাম্মাদ সামি ও মোহিত শর্মা নেন ২ টি করে উইকেট।