বাড়িপ্রধান খবরপররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে ইপির ক্ষোভ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে ইপির ক্ষোভ

shahriar

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দলের বক্তব্য সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-এর করা মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার  সাংবাদিকদের কাছে এ ক্ষোভের কথা জানান তারা।

ইপি প্রতিনিধি দল প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রিডা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এই জন্যই বাংলাদেশে এসেছি। সেই সাথে তিনি বুধবার তাদের সম্পর্কে দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান সহিংসতা বন্ধের পক্ষে মত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তা মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে পর্যন্ত প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদল মানবাধিকার বিষয়ে বিন্দুমাত্র উদ্বেগ জানাননি।

তিনি আরও বলেন, তারা জানতে চেয়েছেন, এই বর্তমান সহিংসতা কবে শেষ হবে, কীভাবে শেষ হবে? আমরা পরিস্কারভাবে বলেছি, সরকার জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন তৃণমূল পর্যায়ে যে নিরাপত্তা বিধান করেছে, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীও সজাগ আছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে মহাসড়কগুলো চালু করতে পেরেছি।

ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখার করার পর উপস্থিত সাংবাদিকদের কাছে দেয়া এই মন্তব্যের প্রতি ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল বৃহস্পতিবার তাদের ক্ষোভের কথা জানান।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img