বাড়িজাতীয়পদ্মা সেতুর প্যানেল বিশেষজ্ঞ টিমের মাওয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন

পদ্মা সেতুর প্যানেল বিশেষজ্ঞ টিমের মাওয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন

mawa 1 (29)

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সীগঞ্জঃ পদ্মা সেতুর টেকনিক্যাল বিশেষজ্ঞ প্যানেলের সাত সদস্যের একটি টিম মাওয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত দিনভর প্যানেল এক্সপাটের এই টিমটি পদ্মা নদীর দুই প্রান্ত মাওয়া,কুমারভোগ , নাওডোবা এলাকা ঘুরে দেখেন।

সাত সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন প্যানেলের প্রধান প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। এ সময় সেতুর অন্যান্য টেকনিক্যাল  বিশেষজ্ঞ প্যানেলের মধ্যে উপস্থিত ছিলেন , ড.আইনুন নিশাত, ড. আলমগীর মুজিবুল হক , অধ্যাপক শফিউল্লাহ, অধ্যাপক শামীমুজ্জামান বসু মিয়া, অধ্যাপক ফিরোজ আহমেদ, নিহাদ কবীর।

মূলত: এই টিমটি আগামী ২০মাচ থেকে পদ্মা সেতুর ট্রায়াল পাইলের কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি পরিদশন করেন । এ সময় টিমের সমসরা প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

সূত্র জানায় ,এর আগে বৃহস্পতিবার ভোরে পদ্মা সেতুর বহুল প্রত্যাশিত ট্রায়াল (পরীক্ষামূলক) পাইল ও হ্যামার বাংলাদেশে এসে পৌঁছে। বিশাল এই চালান বৃহস্পতিবার ভোরে চট্রগ্রাাম বন্দরে পৌঁছায়।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে নৌপথে এসব মালামাল আনা হবে মাওয়ায়।গত ২৩ জানুয়ারি চায়না থেকে ও পরে ২৯ জানুয়ারি সিঙ্গাপুর থেকে বিশাল ওজনের হ্যামারটি জাহাজে করে বাংলাদেশের আনা হয়।

এই চালানে রয়েছে ১০টি পাইলের ৫০টি টুকরো ও ১৪৭ টন ওজনের হ্যামার। হ্যামারটি পাঁচ খন্ডের। এর মধ্যে বড় খন্ডটির ওজন ৫৭ টন। এই ওজন সড়ক পথে পরিবহন সহনীয় না হওয়ায় কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে নদী পথে আনা হবে।

পরীক্ষামূলক এ ১০টি পাইল দিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের কাজ শুরু করা হবে। আগামী ২০ মার্চ থেকে এই ট্রায়াল পাইলের কাজ শুরু হওয়ার কথা। তার আগে ১ মার্চ থেকে সরু অ্যাঙ্কর পাইল বসানোর কাজ শুরু হবে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার প্যানেল অব এক্সপাটরা সেতু পরিদর্শন করেন।

এসব পাইল বসাতে ইতিমধ্যে মাওয়ার তৈরি করা হয়েছে মঞ্চ। এ মঞ্চে ব্যবহার করে নদীর ওপর ভাসমান ক্রেন হতে এসব পাইল বসানো হবে পদ্মার বুকে মাটির নিচে।

এদিকে ৪২টি পিলারের ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ এই সেতুটি নির্মিত হবে। ১৫০ মিটার পর পর বসবে এই পিলার। এ ছাড়া দেড় কিলোমিটার করে উভয় পাড়ে তিন কিলোমিটার সংযোগ সেতুর জন্য আরো ৩৪টি পিলার করা হবে।

মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ডিজাইন করার সময় ১৩টি পয়েন্টে মাটি পরীক্ষা হয়েছে। বাকি ২৯ পয়েন্টে এখন মাটি পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে ১২টি পয়েন্টের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকী পয়েন্টগুলোতে মাটি পরীক্ষার কাজও চলমান রয়েছে বলে জানা গেছে ।

পদ্মা সেতু প্রকল্পের নিবাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সময় সংবাদ বিডিকে জানান , শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত দিনভর পদ্মা সেতুর টেকনিক্যাল বিশেষজ্ঞ প্যানেল এক্সপাটের সাত সদস্যের একটি টিম মাওয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

এই টিমটি আগামী ২০ মার্চ থেকে পদ্মা সেতুর ট্রায়াল পাইলের কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি পরিদশন করেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img