রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-
মুন্সীগঞ্জঃ উপজেলার মাওয়া চৌরাস্তা সংলগ্ন পুরাতন ঘাট এলাকার পদ্মায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অজ্ঞাতনামা চল্লিশোর্ধ ঐ নারীর ভাসমান উদ্ধার করে পুলিশ।
তবে এটি আরিচায় লঞ্চডুবিতে নিখোঁজ কোন মহিলার লাশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
লৌহজং থানার সেকেন্ড অফিসার এসআই হযরত আলী সময় সংবাদ বিডি ডট কমকে জানান, লাশটি দুই তিন দিন ধরে নদীতে পচে গলে অন্য কোথাও থেকে ভেসে এসেছে বলে মনে হচ্ছে। তবে এটি আরিচায় লঞ্চডুবিতে নিখোঁজ কোন মহিলার লাশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।