বাড়িঅপরাধ ও দুর্নীতিপণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, আহত ৩

পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, আহত ৩

petrol-boma
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গি-নরসিংদী সড়কের নরসিংদী সদর উপজেলার ভাটপাড়ায় পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- চালক চাঁদপুরের আলিমপাড়ার ওয়াসিম আহমেদের ছেলে জাহিদ মিয়া (৫০), তার সহকারী চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার সেলিম মিয়া (৪০) ও প্রাণ কোম্পানির নিরাপত্তাকর্মী মৌলভীবাজারের আলফু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।
পুলিশ জানায়, ঘোড়াশাল কারখানা থেকে প্রাণ কোম্পানির পণ্যবাহী একটি ট্রাক নরসিংদীর পাঁচদোনায় যাওয়ার পথে ভাটপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে মারে। এতে চালক জাহিদ, হেলপার সেলিম ও নিরাপত্তাকর্মী জুয়েল মিয়া (৩০) মারাত্মক দগ্ধ হন।
স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img