সময় সংবাদ বিডি,নড়াইল:
নড়াইল জেলার সদর উপজেলার লস্কারপুর গ্রামে মৌসুমী ইসলামের পোল্ট্রি মুরগির খামারে অগ্নিকাণ্ডে প্রায় ৬শ’ মুরগি পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মালিক জানায়।
মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খামার মালিক মৌসুমী ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। আগামী বৃহস্পতিবার মুরগিগুলো বিক্রি করার কথা ছিল। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে যায় বলে জানিয়েছেন তিনি।