বাড়িজাতীয়নোয়াখালীতে এক যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে এক যুবককে কুপিয়ে হত্যা

full_1311309016_1390205899

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে রেদোয়ান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেদোয়ান হোসেন আব্দুল মোতালেবের ছেলে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে  এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  রাতে বাড়ির পাশের একটি দোকানে বসে ছিলেন রেদোয়ান। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যায়।  রাত সাড়ে ১০টার দিকে মাইজদী-সুজাপুর সড়কের পাশে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি  নিশ্চিত করে জানান, বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে রেদোয়ানের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে- এসব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img