স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চর আমানউল্লাপুর ইউনিয়নের হালিম বাজারে অগ্নিকাণ্ডে সাব-রেজিস্ট্রার দু’টি অফিস কক্ষ ও ছয়টি দোকানসহ আটটি প্রতিষ্ঠান পুড়ে গেছে।
এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান গুলো হলো-উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দু’টি কক্ষ, খলিল ট্রেডার্স, তারেক ক্রোকারিজ, জননী টেলিকম, সুমি পোল্ট্রি ফার্ম, আবুল কালাম ফার্মেসি ও কাশেম স্টোর।
স্থানীয়রা জানায়, সোমবার ভোর তিনটার দিকে উপজেলার হালিম বাজারে হঠাৎ করে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে। একে একে বাজারের আটটি প্রতিষ্ঠান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন বলেন, আগেও একাধিকবার উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলায় একটি ফায়ার সার্ভিস প্রতিষ্ঠার জন্য স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছে অনেকবার দাবি জানালেও এখনো এ বিষয়ে কোনো নেওয়া হয়নি।
সূচর্ণচর উপজেলার (ইউএনও) খালিদ মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে সময় সংবাদ বিডিকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।