স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দুর্গাপুর উপজেলার কালিকাবর গ্রামের কিশোরী ধর্ষণের দায়ে দুই ভাইসহ পাঁচ ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন- পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামের শামীম, ভিকন রংদি, তার ভাই টিকন রংদি, তাপস শেমা, ও বুধি গ্রামের রূপ মিয়া। এদের মধ্যে রূপ মিয়া পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, বিচারক সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন এ মামলার আরেক আসামি পূর্বধলা গ্রামের একলাছ।
উল্লেখ্য, ২০০২ সালের ২০ জুলাই দুর্গাপুর উপজেলার কালিকাবর গ্রাম থেকে পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় ১৫ বছর বয়সী মেয়েটি।