বাড়িআন্তর্জাতিকনুসরা ফ্রন্টের সামরিক কমান্ডার নিহত

নুসরা ফ্রন্টের সামরিক কমান্ডার নিহত

nusrat
আন্তর্জাতিক ডেস্ক, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সিরিয়াতে নুসরা ফ্রন্টের সামরিক কমান্ডার হোমাম আল শামি সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
সামাজিক ওয়েবসাইটে এক বার্তায় নুসরা ফ্রন্ট তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ইদলিব এলাকায় নুসরা ফ্রন্টের নেতাদের একটি মিটিং চলাকালে হামলায় তিনি মারা যান। এ সময় আরও তিন বিদ্রোহী নেতাও মারা গেছেন বলে জানা গেছে।
আলেপ্পোতে বুধবার একটি বড় আক্রমণ চালায় নুসরা ফ্রন্ট। সংগঠনটি আল কায়েদার সাথে সম্পৃক্ত বলে জানা যায়।
প্রেসিডেন্ট বাশার আলা আসাদকে ক্ষমতাচ্যুত করতে যে বাহিনীগুলো সিরিয়াতে লড়াই করছে তার মধ্যে নুসরা ফ্রন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img