সময় সংবাদ বিডি,নীলফামারী:
নীলফামারী জেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন ( র্যাব)।
অাটককৃতরা হলেন- দিনাজপুর জেলা শহরের ডাইনুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শেখ ফরিদ, একই এলাকার আবদুল লতিফের ছেলে শওকত আলী ও জয়নাল আবেদীনের ছেলে মোফাজ্জল হোসেন।
মঙ্গলবার ভোররাতে জেলা শহরের মড়াল সংঘ মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।