বাড়িজাতীয়নীলফামারীতে আগুনে পুড়ল ৬০ দোকান

নীলফামারীতে আগুনে পুড়ল ৬০ দোকান

agun ১১১১

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নীলফামারীর ডিমলা উপজেলার সদর বাজারে আগুন লেগে প্রায় ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডিমলার চুড়ি পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিমলা, ডোমার ও নীলফামারী সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভায়।

কিন্তু ততক্ষণে ইলেকট্রনিক্স, চুড়ি, মনিহারী ও কাপড়ের দোকানসহ প্রায় ৬০টি দোকান পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনো  জানা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img