বাড়িব্রেকিং নিউজনিরীহ মানুষ হত্যাকারীরা কসাই- ঘাতক, রেলমন্ত্রী

নিরীহ মানুষ হত্যাকারীরা কসাই- ঘাতক, রেলমন্ত্রী

mojibul

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বাস ও ট্রেনের যাত্রীরা নিরীহ, নিরোপরাধ এদের পেট্রোল বোমা মেরে খালেদা জিয়া কখনই ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন সংলগ্ন চাঁন্দপুর তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা নিরীহ মানুষ হত্যা করে তারা কসাই-ঘাতক। কসাই-ঘাতকের ভূমিকা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালিয়ে যাচ্ছে। খালেদার সন্ত্রাসীরা ট্রেনের ইঞ্জিনে-বগিতে আগুন দিচ্ছে,  ফিস প্লেট খুলে ফেলছে।

মন্ত্রী এসব নাশকতাকারীদের ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে স্থানীয় জনসাধারণের প্রতি অনুরোধ করেন।

বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img