বাড়িছবির খবরনিখোঁজ নার্গিস ফাখরি

নিখোঁজ নার্গিস ফাখরি

nargis
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জনপ্রিয় বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি হারিয়ে গিয়েছিলেন  ! হুট করেই তার এই হারিয়ে যাওয়া নিয়ে বলিউড জুড়ে শুরু হয়েছিল বিশাল তোলপাড়।
তবে অবশেষে নার্গিস ফাখরির এই হারিয়ে যাবার পেছনের কারণটি জানা গেছে । থাইল্যান্ডের ফুকেটে মুয়াই থাই বুট ক্যাম্পে টানা ১২ দিন মার্শাল আর্ট প্রশিক্ষণ নিতে ব্যস্ত ছিলেন তিনি।
আর সেই সময়টাই যেন তার মনোযোগ ভঙ্গ না হয় সে কারণেই এই ১২ দিন কারো সাথে কোনো যোগাযোগ রাখেননি তিনি।
নতুন একটি ছবির প্রস্তুতি নিতেই এই প্রশিক্ষণ নিচ্ছেন নার্গিস।খুব শীগ্রই নতুন এই ছবিটির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য,সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবির একটি গানে দেখা গেছে নার্গিসকে। এছাড়াও সম্প্রতি তিনি অভিনয় করেছেন হলিউডের ছবি ‘স্পাই’-এ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img