স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ স্বল্প পুঁজি তাড়া করতে নেমে কষ্টার্জিত জয় পেয়েছে কিউইরা। মাত্র ১৫২ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তারা।
অস্ট্রেলিয়ার দেয়া ১৫২ রানের সহজ টার্গেট হলেও শেষ দিকে এসে কিউই ব্যাটিংয়ে একাই ধস নামান মিচেল স্টার্ক। তুলে নেন ক্যারিয়ার সেরা ছয় উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে ৪৫ রানে দারুণ একটি ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান উইলিয়ামসন।
এর আগে দলীয় ৭৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে কিউইরা। তবে কোরি অ্যান্ডারসন ও কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে জয়ে পথে এগোয় নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ১৩১ রানে অ্যান্ডারসন ব্যাক্তিগত ২৬ রানে আউট হলেও জয় পেতে সমস্য হয়নি দলটির।
এর আগে ট্রেন্ট বোল্টের পেস আগ্রাসন, অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরির ঘূর্ণি জাদু আর গতিতারকা টিম সাউদির নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫১ রানে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে অজি ব্যাটসম্যানেরা।
নিউজিল্যান্ডের অ্যকল্যান্ডের ইডেন পার্কে শনিবার সকালে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেওয়ায় মাইকেল ক্লার্ক।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে তার ব্যাট থেকে। ১০৬ রানে ৯ উইকেট হারানোর পর ব্র্যাড হ্যাডিন ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ৪৫ রানের সময়োপযোগী একটি পার্টনারশিপ দাঁড় করালে ১৫১ রানের পুঁজি পায় অজিরা।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট। এছাড়া টিম সাউদি ও ড্যানিয়েল ভেট্টরি নেন ২ টি করে উইকেট।