বাড়িক্রিকেটপাকিস্তানকে ১১৯ রানে হারাল নিউজিল্যান্ড

পাকিস্তানকে ১১৯ রানে হারাল নিউজিল্যান্ড

New Zealand v Pakistan

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দুই ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারাল নিউজিল্যান্ড।

নেপিয়ারে টসজয়ী নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ভালো সূচণা পায়। কেন উইলিয়ামসন ও রস টেলরের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান করেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। ম্যাককালাম ২৭ বলে ৩১ রান করে শহিদ আফ্রিদির শিকার হন। এরপর দ্বিতীয় উইকেটে মার্টিন গুপতিলের সঙ্গী হন উইলিয়ামসন।

এ জুটি থেকে আসে ১২৮ রান। ৭৬ রান করে সাজঘরে ফেরেন গুপতিল। তবে কেন উইলিয়ামসন তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১২ রান করে থামেন তিনি।

উইলিয়ামসনের বিদায়ের পর ব্যাটিং তান্ডব চালান রস টেলর। মাত্র ৭০ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় করেন ১০২ রান।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ইরফান দুটি, শহিদ আফ্রিদি ও আহমেদ শেহজাদ একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ৩৭০ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মিডিল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৩.১ ওভারে ২৫০ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।

দলের হয়ে সর্বচ্চো ৮৬ রান করেন মোহাম্মাদ হাফিজ। এছাড়া আহমেদ সেজাদ ও মিসবা-উল-হক করেন যথাক্রমে ৫৫ ও ৪৫ রান।

নিউজিল্যান্ডের হয়ে না.ম্যাক্কুলাম, সাউথি, এলিতো নেন ২ টি করে উইকেট।

এই জয়ের ফলে ২ ম্যাচ সিরিজের ২-০ তে পাকিস্তানকে পরাজিত করলো নিউজিল্যান্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img